
অনেক সময়ে গুগল ক্রোমে অনেক ওয়েবসাইট ঠিকভাবে খুলতে চায় না। কিন্তু ফায়ার ফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরারে সেই সাইট সহজেই খুলে যায়। আবার এর উল্টোটাও হয়। এবার সেই সমস্যাটা দূর করতে একসঙ্গে বসলেন ডেভেলপাররা।
‘ইন্টারলপ ২০২২’ নামে এক নতুন উদ্যোগে সামিল হয়েছে গুগল, মাইক্রোসফট এবং মোজিলা। সমস্ত ওয়েবসাইটই যাতে সব ব্রাউজারে সমানভাবে খোলে, তা নিশ্চিত করবে তিন ব্রাইজারের ডেভেলপাররা।
তবে এই উদ্যোগ নতুন নয়। গত ২০১৯ সাল থেকেই এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ওয়েব ব্রাউজারকে সুষ্ঠ ও সব সাইটের সঙ্গে কমপ্যাটিবল করাই এর মূল উদ্যোগ।
চলতি বছর মূলত ১৫টি দিকে নজর দেওয়া হবে। এর মধ্যে থাকছে ক্যাসকেড লেয়ার্স (এই লেয়ারগুলোতে ওয়েব পেজের একাধিক স্তর), ভিউপোর্ট ইউনিট (বিভিন্ন ব্রাউজার এবং ডিভাইসের ভিউয়িং সাইজ), গ্রিড এবং স্ক্রোলিংয়ের ধরণ ইত্যাদি সুষ্ঠ করার চেষ্টা করা হবে।
বর্তমানে, প্রযুক্তি বাজারের হিসেব মতে, গুগল ক্রোম ব্যবহার করেন ৭৭ শতাংশের বেশি মানুষ। এর পরেই আছে অ্যাপেলের সাফারি (৮.৮৭%), মোজিলা ফায়ারফক্স (৭.৬৯%) এবং মাইক্রোসফট এজ (৫.৮৩%)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি