ব্যাট-বল হাতে ২২ গজে নেমেছেন আনুশকা! (ভিডিও)
বিনোদন ডেস্ক
মার্চ ১১, ২০২২, ৮:৪২ অপরাহ্ণ

বলিউডে তুমুল জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মা। অন্যদিকে ক্রিকেট তারকা হিসেবে বিশ্বব্যাপী ভক্ত রয়েছে বিরাট কোহলির। এই দুই তারকা এখন বসবাস করছেন এক ছাদের নিচে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন আনুশকা। সেখানে দেখা যাচ্ছে, ক্রিকেট মাঠে ঘাম ঝরাচ্ছেন নায়িকা। তার পরনে স্পোর্টস টি-শার্ট, হাতে গ্লাভস, মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস। পেশাদার ক্রিকেটারদের মতোই অনুশীলন করছেন তিনি।
অনেকেই ভাবতে পারেন, স্বামী বিরাট কোহলির মতো আনুশকাও ক্রিকেটে নাম লিখিয়েছেন। তিনি ক্রিকেটে যোগ দিয়েছেন সত্যি, তবে নায়িকাকে খেলতে দেখা যাবে পর্দায়।

তিন বছর পর বড় পর্দায় ফিরতে প্রস্তুত আনুশকা শর্মা। সন্তান জন্মদানের পর ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমেই ফিরছেন তিনি। নতুন সিনেমায় ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে বিরাটপত্নীকে। আর তাই ২২ গজে নেমে ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন এই অভিনেত্রী।

নারী ক্রিকেটার ঝুলনের অনুপ্রেরণামূলক জার্নি ও তার ক্যারিয়ার নিয়ে গড়ে উঠেছে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার প্রেক্ষাপট। ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। তবে কবে নাগাদ মুক্তি পাচ্ছে সে প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST