
ব্যাটারদের নিয়মিত ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে লো-স্কোরিং টার্গেট দিয়েছে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই উচ্চবিলাসী শট খেলার প্রবণতায় নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। শেষ পর্যন্ত বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। জয় পেতে আফগানদের করতে হবে ১১৬ রান।
শনিবার (৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ৩টায়। সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও টি-স্পোর্টস।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে আরেকবার ব্যর্থ হন অভিষিক্ত মুনিম শাহরিয়ার। দলীয় ৭ রানে তিনি মোহাম্মদ নবীর বলে শরফুদ্দিন আশরাফকে ক্যাচ দিয়ে ফেরেন। আগের ম্যাচে দুর্দান্ত খেলা লিটন দাসকে দলীয় ২২ রানে ফেরান আজমাতুল্লাহ ওমরজাই। তিনি করেন ১০ বল থেকে ১৩ রান। লিটনের বিদায়ের ১৬ রান পর রানআউটের ফাঁদে পড়েন মোহাম্মদ নাইম। তিনি ১৯ বল থেকে করেন মাত্র ১৩ রান। নাইমের বিদায়ের ৭ রান পর আজমাতুল্লাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন অভিজ্ঞ সাকিব আল হাসান। তখন দলীয় স্কোর ৪৫ রান।
পঞ্চম উইকেটে মুশফিক ও মাহমুদউল্লাহ ৪৩ রানের জুটি গড়েন। কিন্তু দলীয় ৮৮ রানে রশিদ খানে শিকার হয়ে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তার আগে তিনি ১৪ বল থেকে করেন ২১ রান। অধিনায়কের বিদায়ের ১১ রান পরই ফিরে যান শততম ম্যাচ খেলা মুশফিকুর রহীম। তিনি ২৫ বল থেকে করেন ৩০ রান। মুশফিকের বিদায়ের পর দ্রুতই ফিরে যান মিরাজ, আফিফ ও শরিফুল। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভার শেষে ৯ উইকেটে সংগ্রহ করে ১১৫ রান। আফগানিস্তানের হয়ে ফজলহক ফারুকি ও আজমতুল্লাহ ওমরজাই ৩টি করে এবং মোহাম্মদ নবী ও রশিদ খান একটি করে উইকেট লাভ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি