ব্যস্ত রাস্তায় ‘শান’ এর প্রচারণা, ইফতার বিতরণে সিয়াম
বিনোদন প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২২, ৮:৩৫ অপরাহ্ণ

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত এম রাহিমের বহুল কাঙ্খিত ছবি ‘শান’। অ্যাকশান ঘরানার এই ছবিটির মুক্তি ঘিরে অভিনব প্রচারণায় ব্যস্ত রয়েছে পুরো টিম। তারই ধারাবাহিকতায় এবার ব্যস্ত রাস্তায় দেখা গেলো চিত্রনায়ক সিয়াম আহমেদকে।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ব্যস্ত এলাকাগুলোতে দেখা গেছে ‘শান’ টিমকে। কারওয়ান বাজার ট্রাফিক মোড় থেকে শুরু করে তেজগাঁও এলাকার বিভিন্ন ট্রাফিক মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ইফতার বিতরণ করেছেন নায়ক সিয়াম। ইফতার বিতরণের ফাঁকে ‘পোড়ামন ২’ এর এই চিত্রনায়ক কথা বলছেন পুলিশ সদস্য ও ব্যস্ত রাস্তায় উৎসুক জনতার সঙ্গে। মানুষের কানে পৌঁছে দিচ্ছেন ঈদে ‘শান’ মুক্তির খবরও!

‘শান’ এর পক্ষ থেকে ইফতার বিতরণের পরিকল্পনা নিয়ে সিয়াম বলেন, প্রতিদিন ট্রাফিক ভাইয়েরা যেভাবে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন, তারই একটা রিওয়ার্ডস হিসেবে এই ইফতারের ব্যবস্থা করেছে ‘শান’ টিম। সফেদ পায়জামা-পাঞ্জাবী আর মুখে মাস্ক থাকায় কোনোভাবেই চেনার উপায় নেই চিত্রনায়ক সিয়ামকে। তবুও তাকে ঘিরে সব জায়গায়তেই দেখা গেছে বেশ জটলা। আর এমন অভিনব কায়দায় সিনেমার প্রচারণার কৌশলকে অনেকেই বাহবা দিচ্ছেন!

পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় ছবিটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলো ‘শান’। এরপর পোস্টার ও গান প্রকাশের মধ্য দিয়ে সেই আগ্রহে বাড়তি হাওয়া লাগে। ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান। ছবিতে সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরী। এছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST