ব্যর্থ টাইগার অধিনায়ক তামিম ইকবাল
স্বপ্ন নিউজ ডেস্ক
মার্চ ২০, ২০২১, ৫:১৩ অপরাহ্ণ

ডানেডিনের সকালটা অন্যসব দিনের তুলনায় একটু আলাদা ছিল। ৩২ বছরে পা রেখেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। দেশে থাকলে দিনটা হয়তো সতীর্থদের পাশাপাশি রাঙিয়ে তুলতে পারতেন পরিবারের সঙ্গে। কিন্তু করোনার কঠিন নিয়মে ছকে বাধা জীবন। সঙ্গী শুধুই সতীর্থ ও টিম ম্যানেজমেন্ট। জন্মদিনেই ডানেডিনে অধরা জয়ের গল্প লেখার মিশন শুরু বাংলাদেশ দলের।

গেল ২৪ ফেব্রুয়ারি ঢাকা ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ দল। এরপর ১৪ দিনের কোয়ারেন্টিনের পাশাপাশি কুইন্সটাউনে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। প্রস্তুতির পাশাপাশি দলের জন্য বিনোদনের যথেষ্ট সুযোগ ছিল। চমৎকার সব জায়গায় ঘুরে বেরিয়েছে দল। সব মিলিয়ে নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালোভাবেই মানিয়ে নিয়েছে বাংলাদেশ। ম্যাচেও তার প্রভাব পড়বে এমনটাই আশা ছিল সবার। কিন্তু চিরচেনা খোলস থেকে বের হতে পারল না টাইগাররা।
ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভরাডুবি হয়েছে টাইগারদের। ডানেডিনে মাত্র ১৩১ রানে অলআউট হওয়ার পর দায়টা তাই ব্যাটসম্যানদেরই দিলেন তামিম।

তামিম ইকবাল বলেন, আজ আমরা অনেক বাজে শট খেলে আউট হয়েছি। যেগুলো কোনোভাবেই মেনে নেয়া যায় না। নিউজিল্যান্ডে গেল চার বছরে আমরা কয়েকবার এসেছি। সবকিছুই আমাদের। বোলাররাও আমাদের অপরিচিত নয়। তাহলে কেন এমন ছন্নছাড়া ব্যাটিং হবে। ব্যাটসম্যানরা ভুল করার কারণে বোলাররাও তা থেকে ঘুরে দাঁড়ানোর মতো শক্তি পায়নি।
২৩ মার্চ পরের ম্যাচের ভেন্যু বাংলাদেশের ক্রাইস্টচার্চ। সেখানে যাওয়ার আগে সেই পুরনো কথাই শোনালেন তামিম। পুরোনো কথায় মন ভরাতে চাইলেন সবার।

বলেন, দ্বিতীয় ওয়ানডেতে আমাদের ভালো করতে চাইলে সবাইকে সেরাটা দিতে হবে। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও ভালো করতে হবে। তা না হলে আবারো এমনটাই হবে। তাই আমরা এ পথে হাঁটতে চাই না।
ম্যাচ হারায় জন্মদিনের আনন্দটাও বর্ণহীন হয়ে গেল তামিমের।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST