
নড়াইলের কালিয়া পৌরসভায় এক কিশোরীকে প্রেমিক ও তার বন্ধুরা মিলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার উথলী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে উথলী গ্রামের ওই কিশোরীকে তার প্রেমিক একই গ্রামের ইউসুফ শেখের ছেলে নিশান মোবাইলে বাড়ির পাশে বিলের মধ্যে ডেকে নিয়ে যায়। সেখানে নিশানসহ তার বন্ধুরা মিলে মেয়েটিকে গণধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষণের শিকার কিশোরী দৌড়ে গিয়ে একজনের বাড়িতে গিয়ে ওঠে। খবর পেয়ে পরিবারের সদস্যরা রাত পৌনে ২টার দিকে অসুস্থ ওই কিশোরীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
অসুস্থ অবস্থায় গতকাল রাতেই তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর প্রেমিক নিশান ও তার দুই বন্ধু বাপ্পি ও নাঈমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইাসলাম হাসপাতালে ওই কিশোরীকে দেখতে যান।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত প্রেমিক নিশানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর দু’জন একই গ্রামের বাপ্পি ও নাঈম। এছাড়া ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতার করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি