বিচ্ছেদের দীর্ঘদিন পর সাবেক স্বামীকে ধন্যবাদ জানালেন শ্বেতা
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২১, ৩:২৬ পূর্বাহ্ণ

ব্যক্তিগত জীবনে ঝড় আসলেও কাজের ক্ষেত্রে পিছিয়ে নেই শ্বেতা বসু প্রসাদ। গত বছরও তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, ‘হোস্টেজেস’ ও ‘হাই’ নামে তার অভিনীত দু’টি ওয়েব সিরিজও মুক্তি পায়। বর্তমানে ‘জমুন’ ও ‘ইন্ডিয়া লকডাউন’ নামে দু’টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্বেতা। তবে দীর্ঘদিন পর রোহিত মিত্তলের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে আবারও মুখ খুলেছেন এই অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়াকে শ্বেতা বসু প্রসাদ বলেন, দশ বছর বা আরো বেশি সময় একসঙ্গে সংসার করার পরও অনেক দম্পতিকে আলাদা হয়ে যেতে দেখেছি। ৬-৮ মাস পর আমার আর রোহিতের বিবাহবিচ্ছেদ হয়। সাধারণ বিচ্ছেদের মতো এর অনুভূতি খুব স্বাভাবিক ছিলো!
তার কথায়, ডিভোর্স শব্দটি শুনতে অনেক বড় মনে হয়, তবে আমার বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা খারাপ ছিলো না। অবশ্যই এটি দুঃখজনক ঘটনা, কারণ বিচ্ছেদের ঘটনায় কেউই আনন্দ পায় না। কিন্তু আমার পাশে চমৎকার একটি পরিবার রয়েছে।

swetha-basu-prasadবিচ্ছেদের দীর্ঘদিন পর সাবেক স্বামীকে ধন্যবাদ জানালেন শ্বেতা
বিবাহ বিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামীকে নিয়ে কটূ কথা বলেননি অভিনেত্রী বরং রোহিতের প্রশংসা করে বলেন, রোহিতের সঙ্গে আমার অনেক স্মৃতি। আমাদের অনেকগুলো সুন্দর মুহূর্ত আছে। তার কাছ থেকে সব সময় অনুপ্রেরণা পেয়েছি। এতোদিন আমার পাশে থাকার জন্য তাকে ধন্যবাদ। জীবনের সব বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, এমন তো নাও হতে পারে! কিছু বই নাহয় অসম্পূর্ণই থাকুক। কিন্তু সেই বইটা ভালো ছিলো না, এমনটা ভাবা ঠিক হবে না।
২০১৮ সালের ১৩ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক রোহিত মিত্তলকে বিয়ে করেছিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। কিন্তু বছর না ঘুরতেই বিচ্ছেদের পথ বেছে নেয় তারা।

অপুকে কোলে তুলতে গিয়ে উল্টে পড়ে গেলেন নিরব
অ্যাডাল্ট নায়িকা গরিমার স্বপ্ন রয়ে গেল অধরা
পোষা প্রাণীকে বিয়ে করলেন অভিনেত্রী!
ইউএনও হচ্ছেন সাবিলা নূর!
৩০ কেজি ওজনের শাড়ি পরে ৭দিন শুটিং করেছেন সামান্থা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা
পরীমণি হাসপাতালে
নাটকে বিশ্বকাপের উন্মাদনা
উপস্থাপনাতেও সম্মাননা’য় ভূষিত পূর্ণিমা
দন্ত চিকিৎসক হিসেবে মিষ্টি জান্নাতের সমাবর্তন
কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম : মৌসুমী
ব্যস্ত রাস্তায় ‘শান’ এর প্রচারণা, ইফতার বিতরণে সিয়াম