বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২২, ৪:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে। বৈঠকে যোগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল আগেই ঢাকা ছেড়েছেন।
এদিকে বৈঠকে যোগ দিতে আজ যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বৈঠকে ভারতের কাছ থেকে শুল্কমুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ। বৈঠকের এজেন্ডা হিসাবে এটিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তপন কান্তি ঘোষ ও ভারত প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্য সচিব শ্রী বিভিআর সুব্রহ্মণ্যম।
তপন কান্তি ঘোষ জানান, এবারের বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ বিশেষ করে অশুল্ক বাধা দূর করার ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, অশুল্ক বাধা দূরীকরণ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।

জানা গেছে, ২০২০ সালে ভারত নতুন কাস্টমস নীতি জারি করে। যার আওতায় দেশটির কাস্টমস কর্মকর্তারা রফতানি পণ্যের রুলস অব অরিজিন, পণ্যের ভ্যালু এডিশনসহ রফতানিকারকদের কাছ থেকে বিভিন্ন ধরনের নথিপত্র তলব করতে পারে।
ভারতের এ নীতিকে সাফটা চুক্তিবিরোধী উল্লেখ করে গত বছর ঢাকায় অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের ক্ষেত্রে ঐ নীতি কার্যকর না করতে অনুরোধ করেছিল ঢাকা। তখন বাংলাদেশ থেকে পণ্য রফতানির ক্ষেত্রে সাফটার রুলস অব অরিজিন মেনে চলতে প্রতিবেশী দেশটিকে অনুরোধ করা হয়। কিন্তু এটি কার্যকর হওয়ায় বাংলাদেশি পণ্য রফতানিতে বাধা সৃষ্টি করে। এটি দূর করাসহ পাটপণ্য রফতানির ওপর বিদ্যমান অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ।

এছাড়া গুরুত্ব পাবে ভারত থেকে পণ্য নিয়ে আসা রেলওয়ে কনটেইনারে বাংলাদেশি পণ্য রফতানির বিষয়টি। করোনার সময় ভারত থেকে ট্রেনের কনটেইনারে বাংলাদেশি পণ্য ও কাঁচামাল আমদানি শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST