
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এতে করে রাশিয়ায় প্রবেশের কোনো সুযোগ থাকছে না জনসনের। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান নেয়ায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদন থেকে জানা যায়- মন্ত্রণালয়টি বলছে, বরিস জনসন ছাড়াও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ও সাবেক প্রধানমন্ত্রী টেরিজা মেসহ দেশটির ১৩ জন রাজনীতিবিদের ওপর রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। আর নিষেধাজ্ঞার আওতায় থাকা অধিকাংশই মন্ত্রিসভার সদস্য।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্য সরকারের শত্রুতামূলক পদক্ষেপের জন্য বিশেষ করে রাশিয়ার সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। এই তালিকা শিগগিরই আরও বড় করা হবে বলেও জানানো হয়েছে।
এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করে মস্কো।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি