
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বন্দর এলাকার ১৯ নং ওয়ার্ড থেকে ২৭ নং ওয়ার্ড পর্যন্ত এই ৯টি ওয়ার্ডে সারা বছর জুড়ে পানি সংকট। অধিকাংশ সময় লাইনে পানি না থাকলে ওয়াসার কর্তৃপক্ষের মাসে মাসে ভূয়া বিল আদায়ের অভিযোগ ভূক্তভোগীদের। ওয়াসার বিরুদ্ধে অভিযোগের সীমা নেই বন্দরবাসীর।
এলাকাবাসী জানান, জনসাধারণের পানির চাহিদা মেটাতে ২০১৯ সালের ৩১ অক্টোবর ঢাকা ওয়াসার কার্যক্রম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয় ।
এ সময় এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার আগেও ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে যে কোন অভিযোগে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিতেন। সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর বেড়েছে সমস্যা কিন্তু সমাধানের উদ্যোগ নেয়া নিচ্ছে না বলে গ্রাহকদের অভিযোগ।
পানি সরবরাহ বন্ধ থাকা সত্ত্বেও মাসে মাসে অতিরিক্ত ভূয়া বিলের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে গ্রাহকদের ওপর।
নাসিক ২৪ নং ওয়ার্ডের গ্রাহক আলীনূর জানান, গত তিন মাস যাবত তার মিটার ইউনিট ছিল যথাক্রমে নভেম্বর ১৪৯ ইউনিট, ডিসেম্বরে ১৬৯ ইউনিট এবং জানুয়ারীতে ১৮১ ইউনিট, ডিসেম্বরে পানি সরবরাহ কম থাকায় ব্যবহার হয় ১২ ইউনিট। তবে পানির বিল বেড়ে বর্তমানে প্রতি ইউনিট ১৭ টাকা হওয়ায় ডিসেম্বর মাসের বিল হওয়ার কথা ২০৪ টাকা, কিন্তু তাকে প্রতি মাসে প্রায় ৫০০ শত টাকা করে বিল গুণতে হচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি