
বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে লাইটার জাহাজডুবির ঘটনায় নিখোঁজ সব ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভাসানচরের অদূরে একটি লাইটার জাহাজ ডুবে গিয়েছিল। এ ঘটনায় ১২ জন নিখোঁজ হয়েছিলেন। তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। সবাইকে ঢাকাগামী বিভিন্ন জাহাজে তুলে দেয়া হয়েছে। জাহাজডুবির পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম বলেন, লাইটার জাহাজটি ভাসানচরের অদূরে ডুবে যায়। কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল এটি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি