
ফেসবুক চালাতে না দেয়ায় মাদারীপুরে এক কিশোরী ফাঁস দিয়েছেন। শনিবার দুপুরে জেলার কালকিনির রজমানপুরে এ ঘটনা ঘটে। নিহত তনু রমজানপুর এলাকার উত্তর চড়াইকান্দি গ্রামের সঙ্করের মেয়ে।
কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, পরিবারের তথ্যানুসারে তনু পড়ালেখা বাদ দিয়ে ফেসবুকে চালাতে থাকে। পরে বিষয়টি দেখে তার বাবা ফেসবুক চালাতে বাধা দেয় এবং হাত থেকে মোবাইলটি নিয়ে যায়। এতে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় তনু।
পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃধা আরো বলেন, খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি