
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৮ ফেব্রুয়ারি আসছে আয়ারল্যান্ড উলভস। মোট ৮টি ম্যাচ খেলতে বেশ দীর্ঘ সময়ের জন্যে বাংলাদেশে অবস্থান করবে আইরিশ এ দল। এরই মধ্যে সফর সূচি চূড়ান্ত করেছে তারা।
সফরে চারদিনের একটি ম্যাচ, ৫টি ওয়ানডে ও দুটি টি-২০ খেলবে আয়ারল্যান্ড উলভস এবং বাংলাদেশ এ দল। ২৬ ফেব্রুয়ারি ৪ দিনের ম্যাচটি শুরু হবে। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। একই ভেন্যুতে ৫, ৭ ও ৯ মার্চ তিনটি ওয়ানডে খেলবে তারা।
এরপর ১২ ও ১৪ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে ১৭ ও ১৮ মার্চ দুইটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
একনজরে সফর সূচি:
১৮-২১ ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছে কোয়ারেন্টাইন পালন করবে আইরিশরা (রেডিসন ব্লু, চট্টগ্রাম)
২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ – চার দিনের ম্যাচ (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
৫ মার্চ – ১ম ওয়ানডে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
৭ মার্চ – ২য় ওয়ানডে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
৯ মার্চ – ৩য় ওয়ানডে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
১২ মার্চ – ৪র্থ ওয়ানডে (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
১৪ মার্চ – ৫ম ওয়ানডে (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
১৭ মার্চ – ১ম টি-২০ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
১৮ মার্চ – ২য় টি-২০ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি