
প্রতিবেশী চাচা দুলাল শেখের লালসার শিকার হয়েছে এক দিনমজুরের কিশোরী মেয়ে। সে এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা থানায় অভিযোগ করেছে। তবে গ্রেফতার হয়নি ধর্ষক দুলাল মিয়া।
গত বছরের মাঝামাঝি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের উজানদাস পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুলাল শেখ ওই গ্রামের চেরাগ আলী শেখের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবেশী হওয়ায় দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক ছিল। এরই সুযোগ নেয় দুলাল শেখ। ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে সে। লোকলজ্জায় দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখলেও চলতি মাসে জানা যায় ওই কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা। পরে পুরো ঘটনা পরিবারকে জানায় ভুক্তভোগী।
ওই ঘটনায় ৪ জানুয়ারি ত্রিশাল থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর বাবা। মামলা করার পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি ধর্ষক দুলাল শেখ।
ত্রিশাল থানার তদন্ত কর্মকর্তা তানভীর রহমান জানান, পুলিশ বসে নেই। আসামি দীর্ঘদিন ধরে পলাতক। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে খোঁজা হচ্ছে। শিগগিরই ধর্ষক দুলাল শেখকে আইনের আওতায় আনা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি