
কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকারের ছত্রছায়ায় ভারতে সীমাহীন নিপীড়নের শিকার হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বীরা। সবচেয়ে বেশি নিপীড়িত হচ্ছে দেশটির মুসলিম সম্প্রদায়ের মানুষ। হিন্দু উগ্রবাদীরা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার জন্য বিদ্বেষ ছড়ানো ও একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় এবার একজন কট্টর ও উগ্রপন্থী হিন্দু নেতা প্রকাশ্যে মুসলিম গণহত্যার হুমকি দিয়েছেন। উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ গবেষণার অধ্যাপক অশোক সোয়াইন টুইটারে পোস্ট করা ভিডিওটিতে ক্যাপশন দিয়েছেন, ‘ভারতে একজন হিন্দু ডান ধর্মীয় নেতা প্রকাশ্যে মুসলমানদের গণহত্যার আহ্বান জানাচ্ছেন! ভারত একটি বিপজ্জনক পথে এবং বিশ্ব নীরবতার মধ্যে চলে গেছে।’
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে গেরুয়া পোশাক পরিহিত ওই হিন্দু উগ্রবাদীকে বলতে শোনা যায়- ‘আচ্ছা আমরা একটি ধর্ম যুদ্ধ (বিশ্বাসের উপর ভিত্তি করে যুদ্ধ) শুরু করেছি এবং আমরা আপনাকে রেহাই দেব না।’
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কট্টরপন্থীদের অভিপ্রায়ের দিকে ইঙ্গিত করে তিনি যোগ করেন, ‘এটি তারা (মুসলিম) হবে যারা এটি শুরু করবে কিন্তু আমরাই এটি শেষ করব।’
শেষ দিকে, অন্য একজনকে বলতে শোনা যায় যে, হিন্দু জাতির চেয়ে ‘মৃত জাতি’ নেই, একটি আপাত ভঙ্গিতে সম্প্রদায়কে অন্যদের বিরুদ্ধে উসকানি দেয়ার জন্য কথাটি বলা হয়। চলতি মাসেই, বিজেপি-আরএসএস-এর অন্তর্গত হিন্দু উগ্রপন্থীরা স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সহযোগিতায় রাজস্থানের করৌলি এলাকায় মুসলমানদের ৪০টিরও বেশি বাড়ি ভাংচুর ও জ্বালিয়ে দেয়।
এর আগে গত বছরের শেষ দিকে ভারতের হরিদ্বারে হিন্দু জাতীয়তাবাদী সাধুদের এক ধর্মীয় সমাবেশে বিজেপির অনুসারী বক্তারা প্রকাশ্যে মুসলিম নিধন ও গণহত্যার ডাক দেয়। ১৭ থেকে ২০ ডিসেম্বর মুসলিমবিদ্বেষী হিসেবে পরিচিত গাজিয়াবাদের বিতর্কিত হিন্দু সাধু ইয়তি নরসিংহানন্দের উদ্যোগে হরিদ্বারে ওই ধর্মসভা আয়োজিত হয়।
এতে সাধুরা প্রকাশ্যে মুসলিমদের ‘এথনিক ক্লিনসিং’ বা গণহত্যার ডাক দেন। উত্তরাখণ্ডের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন ‘হিন্দু রক্ষা সেনা’র নেতা প্রবোধানন্দ গিরি এ সময় বলেন, ‘হিন্দুদের হয় মারতে প্রস্তুত হতে হব – নইলে মরতে হবে।’
A Hindu Right religious leader in India openly calling for genocide of Muslims! India on a dangerous path and the world has gone into silence. pic.twitter.com/aLVDskfCFz
— Ashok Swain (@ashoswai) April 16, 2022
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি