পোষা প্রাণীকে বিয়ে করলেন অভিনেত্রী!
বিনোদন ডেস্ক
মার্চ ১১, ২০২৩, ৫:১৯ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গের অভিনেত্রী দেবলীনা দত্ত বেশ কয়েক বছর ধরেই ব্যাক্তিগত জীবন নিয়ে চর্চায় রয়েছেন। মাঝে কিছুদিন আলোচনা না হলেও আবারো জড়ালেন বিতর্কে। গুঞ্জন উঠেছে, তার পোষা কুকুরকে বিয়ে করেছেন তিনি। অবশ্য সেই গুঞ্জনে দোলা দিয়েছেন তিনি নিজেই।

৭ মার্চ দোল পূর্ণিমা বা হোলি উৎসবের দিনে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন দেবলীনা। যেখানে তাকে অর্ধেক বিয়ের সাজে দেখা গেছে। সঙ্গে ছিল তার পোষা কুকুর রেক্সি। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘রেক্সিকে বিয়ে করলাম।’ দেবলীনার এমন ক্যাপশন চোখে পড়তেই নেটিজেনরা ছড়তে শুরু করেন মন্তব্যের তীর।

ছবিতে দেবলীনাকে অর্ধেক বিয়ের সাজে দেখায় ক্যাপশনটি বিশ্বাসযোগ্য মনে হয় অনেকের। তবে এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলেও জানিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, দেবলীনা মূলত তার নতুন ছবি ম্যারেজ অ্যানিভার্সারির শ্যুটিংয়ের জন্য সেজেছিলেন। এরপরই মজার ছলে পোষা কুকুরকে সঙ্গে নিয়ে ক্যামেরাবন্দি হন তিনি। সেইসঙ্গে সবাইকে অবাক করতে এমন উদ্ভট ক্যাপশন দিয়ে বসেন। এতে তিনি নেটাগরিকদেরকে শুধু ভড়কেই দেননি বরং দোল উৎসব নিয়ে করেছেন সতর্কও।
অনেকেই দোল ও হোলির দিন রাস্তার কুকুরদের গায়ে রং দেন। যেটা একেবারেই অনুচিত। সেই বিষয় নিষেধ করে তিনি লেখেন, ‘শুধু হোলি খেলো, ওদের গায়ে রং দিও না।’

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST