পুত্র সন্তানের বাবা হলেন সাকিব
স্বপ্ন নিউজ ডেস্ক
মার্চ ১৬, ২০২১, ৪:৩৯ অপরাহ্ণ
২০১২ সালে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রায় সাড়ে ৮ বছরের বিবাহিত জীবনে দুই কন্যা সন্তানের বাবা ছিলেন তিনি। এবার সাকিবের ঘর আলো করে জন্ম নিয়েছে আরও একটি সন্তান। দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন টাইগার অলরাউন্ডার।
সাকিবের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, গত মঙ্গলবার স্থানীয় একটি হাসপাতালে তৃতীয় সন্তানের বাবা হন তিনি। সদ্য ভূমিষ্ঠ সন্তান ও স্ত্রী উম্মে আহমেদ শিশির দুই জনই সুস্থ আছেন।
২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান। দু’জনের জন্মই হয়েছে যুক্তরাষ্ট্রে। আগের দুই সন্তানের মতো তৃতীয় সন্তানও সেখানেই জন্মগ্রহণ করেছে।
চলতি বছরের ১ জানুয়ারি সাকিব তার ফেসবুক পাতায় একটি পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন তৃতীয়বারের মতো বাবা হতে যাওয়ার বিষয়টি। এরপর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ছুটি নিয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার। এজন্য বাংলাদেশ দলের আসন্ন নিউজিল্যান্ড সফরে বিবেচিত হননি তিনি। বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST