পাত্র খুঁজে পাচ্ছেন না পায়েল
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২১, ৩:০১ পূর্বাহ্ণ

টালিউডের আলোচিত নায়িকা পায়েল সরকার নাকি পাত্র খুঁজে পাচ্ছেন না। ‘দিদি নং ১’-এর বিশেষ পর্বে হাজির হয়েছেন টালিউডের পায়েল সরকার, তনুশ্রী, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করে থাকেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে অভিনেত্রীদের জীবনের সব মজাদার গল্প উঠে আসে। সেখানেই পায়েল জানান, তোমার খোঁজার কথা ছিল, খুঁজেছো?’
তখন রচনা বলে ওঠেন, তারা দু’জনেই একই এলাকায় থাকেন, তাই যা ছেলে তিনি দেখেন সেই ছেলেও পায়েল দেখেন। তাই নাকি অভিনেত্রী এখনও কাউকে খুঁজে পাননি।

খানিক পর রচনা উপদেশ দেন, যদি দেশে ভালো পাত্র না পাও তাহলে বিদেশে গিয়ে পাত্র খুঁজো। জবাবে পায়েল জানান, লকডাউনের পরে বাইরে গিয়ে প্রচুর শুটিং করেছেন তিনি। তবুও পাত্র খুঁজে পাচ্ছেন না।
এক পর্যায়ে পায়েল বলেন, তিনি জীবনসঙ্গী হিসেবে একজন বন্ধুকে চান। একে অপরকে বিশ্বাস করবেন, এমন মানুষ চান তিনি।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST