
টেস্ট অঙ্গনে দুই দশকের বেশি সময় কাটিয়েও মোটে ১৩০টি ম্যাচ খেলতে পেরেছে বাংলাদেশ। গড়ে ৬টির মতো করে মাত্র। তবে টাইগারদের জন্য সুখের খবর হচ্ছে, সামনের পাঁচ বছরে কম করে হলেও ৪০টি টেস্ট খেলবে বাংলাদেশ। বাড়তে পারে সেই সংখ্যাও।
কেবল টেস্ট ম্যাচের উন্নতি নয়, ২০২৩-২৭ এফটিপিতে বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যাও বাড়ছে। এ সময়ের মধ্যে আইসিসি ও এসিসির ইভেন্ট ছাড়াই বাংলাদেশ ৭০ ওয়ানডে ও ৭৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
আজ (১৭ এপ্রিল) গণমাধ্যমকে এমন তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।
সদ্যই সংযুক্ত আরব আমিরাতে আইসিসির মিটিংয়ে যোগ দিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। সেখান থেকে ফিরে টাইগারদের জন্য এমন সুখবর জানিয়েছেন তিনি।
জালাল ইউনুস বলেন, ‘আইসিসি ও এসিসি ইভেন্ট ছাড়াই এসব ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এ নিয়ে বিশ্বের ক্রিকেট খেলুড়ে সব বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। সিরিজগুলো চূড়ান্ত হলেই এফটিপিতে আপলোড করা হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আলাপ আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এরমধ্যে ৪০+ টেস্ট , ৭০+ ওডিআই, ৭৬+ আছে টি-টোয়েন্টি। হতে পারে এখান থেকে কিছু বদল হতে পারে। এইগুলো আইসিস ইভেন্টের বাইরে। এরপর তো আইসিসি ইভেন্ট আছেই। এরমধ্যে ট্রাইনেশন সিরিজও খেলতে পারি।’
সেক্ষেত্রে বাংলাদেশ কেবল দ্বিপাক্ষিক সিরিজের আওতায় এতগুলো ম্যাচ খেলবে। ফলে তিন ফরম্যাটেই ম্যাচ সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে টাইগারদের। এ ছাড়াও আসন্ন এফটিপিতে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরেরও কথা রয়েছে। ২০২৬ সালে অজিরা ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। পরের বছর সেখানে যাবে টাইগাররা। অজিদের সঙ্গে সিরিজ নিয়ে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান বলেন, ‘অস্ট্রেলিয়া ২০২৭ সালে দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। এখনো নিশ্চিত হয়নি। ২০২৬ সালে ওরা আসবে।’
তবে সামনের পাঁচ বছরেও ইংল্যান্ড যাওয়ার কোনো সম্ভাবনা এখনও নেই। তবে তাদের সঙ্গে কথা হচ্ছে জানিয়ে জালাল ইউনুস আরও বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে এখনো কথা হচ্ছে। নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে। আমরা আশা করছি ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি