পরের বিশ্বকাপেও মেসিকে দলে চান অ্যালিস্টাররা
স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকবে লিওনেল মেসির জন্য। দুর্দান্ত নৈপুণ্যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে বিশ্বকাপ জেতানোর পেছনে বড় ভূমিকা রাখেন মেসি। ৩৫ বছর বয়সে এসে ক্যারিয়ারের একমাত্র বিশ্বকাপ জয়ের স্বাদ পান কাতারে এসে। এমন অবিশ্বাস্য অর্জনের পর পরের বিশ্বকাপেও মেসিকে দলে দেখতে চান সতীর্থরা।

তিন দেশের সমন্বয়ে ফিফার পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। সেই বিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯ বছর। স্বাভাবিকভাবেই এই বয়সে বিশ্বকাপের মঞ্চে খেলা কঠিন যেকোনো ফুটবলারের জন্য। কিন্তু ২০২৬ বিশ্বকাপেও মেসিকে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে চান সতীর্থরা, এমনটিই জানালেন কাতার বিশ্বকাপজয়ী ফুটবলার ম্যাক অ্যালিস্টার।

মেসির ব্যাপারে অ্যালিস্টার বলেন, ‘আমরা চাই না তিনি জাতীয় দল ছাড়ুক। আমরা জানি তিনি বলেছেন এটাই তার শেষ বিশ্বকাপ। কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই তিনি আমাদের সাথেই থাকুক। তিনি নিজেও এটা জানেন। এখন দেখা যাক কী হয়।’
আগামী পাঁচ বা দশ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গুরুত্ব উপলব্ধি করতে পারবে বলেও মনে করেন অ্যালিস্টার। তিনি বলেন, ‘মেসি আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছিল। তিনি আমাদের উপর কৃতজ্ঞ। খেলার পর আমরা কেউই তেমন আলোচনা করতে পারিনি। আমার ধারণা, আমরা এখনো উপলব্ধি করতে পারিনি, কী জিতেছি। আশা করি সামনের পাঁচ বা দশ বছরে সেটা বুঝতে পারব।’ সূত্র : গোল ডটকম

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST