
বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই নানা কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মি। আলোচনার চেয়ে সমালোচনাই হয়েছে বেশি। তবে তাতে তাদের কি বা যায় আসে! সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে এবার এই দম্পতি মেতেছেন টিকটকের মজায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে নাসির ও তামিমার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সেসব ভিডিওর কোনোটিতে সংলাপ আবার কোনোটিতে গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন তারা।
আলোচিত এই যুগলের ভিডিওগুলোতে বাংলার পাশাপাশি বিভিন্ন হিন্দি ও আরবি গানেও টিকটক করতে দেখা যায়। তাদের বানানো এসব ভিডিও অল্প সময়েই লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারী দেখছেন।
গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তামিমা তাম্মিকে বিয়ে করেন নাসির হোসেন। সে সময় তাদের গায়ে হলুদের ছবি ও বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিয়ের পর থেকেই এই দম্পতি আলোচনার তুঙ্গে ছিলেন। এবার টিকটিক বানিয়ে ফের আলোচনায় এলেন তারা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি