
করোনা ভ্যাকসিন পৌঁছে গেছে দেশের প্রায় প্রতিটি জেলায়। এরই মধ্যে সম্মুখ যোদ্ধাসহ অনেকেই এসেছেন ভ্যাকসিনের আওতায়। করোনার জন্য স্থবির ছিলো দেশের ক্রীড়াঙ্গন। নানা প্রতিবন্ধকতা থাকার পরও গেলো বছরের শেষ দিকে মাঠে খেলা ফিরেছে।
এরই মধ্যে ঘরোয়া দুটি টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। চলছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজও। সামনে রয়েছে জাতীয় ক্রিকেট দলের ব্যস্ত সূচি। আগামী মাসে টাইগাররা যাবে নিউজিল্যান্ড সফরে। যেখানে কোয়ারেন্টিনের নিয়ম বেশ জটিল। তবে সেই সফরে যাওয়ার আগেই করোনার ভ্যাকসিন পাবেন ক্রিকেটাররা। তবে কিভাবে ভ্যাকসিন দেওয়া হবে বা কবে থেকে দেওয়া হবে তা এখনো জানা যায় নি।
দেশের ক্রীড়াবিদদের মধ্যে ক্রিকেটাররাই প্রথম ভ্যাকসিন পেতে যাচ্ছে। এর আগে, বুধবার (২৭ জানুয়ারি) বিসিবির কার্যনির্বাহী কমিটির এক সভায় ফেব্রুয়ারির মধ্যে ঘরোয়া আসর শুরুর আগে ক্রিকেটারদের ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে তাদের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পেতে যাচ্ছে সাকিব-তামিম-মুশফিকরা। এ প্রসঙ্গে সময় সংবাদকে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, আমাদের পরিকল্পনা জাতীয় দল নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই ক্রিকেটার ও সংশ্লিষ্টদের ভ্যাকসিন দেয়া। ইতোমধ্যে ভ্রমণের অনেক বিধিনিষেধ আছে বিশ্বের নানা দেশে। তাই আমরা সে রকম পরিকল্পনা করেই এগুচ্ছি।
যেহেতু দেশে ভ্যাকসিন এসেছে, তাই বিসিবিও অপেক্ষা করতে চায় না। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত টাইগাররা। ফেব্রুয়ারি মাসে শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল।
শুধু জাতীয় দলের ক্রিকেটাররা না, পর্যায়ক্রমে দেশের সব ক্রিকেটারদের আনা হবে ভ্যাকসিনের আওতায়। তবে সে ক্ষেত্রে যে টুর্নামেন্ট আগে আসবে সেই টুর্নামেন্ট সংশ্লিষ্ট ক্রিকেটার, কোচ ও সংগঠকদেরও দেয়া হবে করোনা ভ্যাকসিন।
নিউজিল্যান্ড সফরে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি