
কাপুর পরিবারে আবারও শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে না ফেরার দেশে চলে গেছেন ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই রাজীব কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
রাজীব কাপুরের মৃত্যুর খবরটি ইনস্টাগ্রামে জানিয়েছেন নীতু কাপুর। ‘রাম তেরি গঙ্গা মইলি’ খ্যাত অভিনেতা রাজীবের মৃত্যুকে শোকের বিরাজ করছে পুরো বি-টাউনে। শহরের একাধিক তারকা তার আত্মার শান্তি কামনা করেছেন।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রাজীব। তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন রণধীর কাপুর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৬২ সালের ২৫ আগস্ট জন্মগ্রহণ করেন রাজীব কাপুর। ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ সিনেমায় অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা মইলি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন রাজীব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি