
ব্রাহ্মণবাড়িয়ায় ‘নাপা সিরাপ’ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে শিশুর মা লিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।
জেলা পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে সেই দুই শিশুকে হত্যা করা হয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
গত ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একই পরিবারের দুই শিশুর অপমৃত্যুর ঘটনা ঘটে। পরিবার থেকে দাবি করা হয়, নাপা সিরাপ খেয়ে মারা গেছে তারা। তবে নাপা সিরাপ পরীক্ষা করে তার মধ্যে কোনো ক্ষতিকর উপাদান পায়নি ঔষধ প্রশাসন অধিদফতর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি