
হ্যালো ছাত্রলীগ কল দিলেই খাদ্যসামগ্রী নিয়ে ঘরে ঘরে পৌছে দিচ্ছে । টাঙ্গাইলের নাগরপুরে দ্বিতীয় দফা করোনার প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ নাগরপুর উপজেলা শাখা। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর সার্বিক সহযোগীতায় শনিবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামে এ খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের একটি দল। উপহার স্বরূপ খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, আলু, চিনি রয়েছে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন বলেন, করোনা মহামারিতে পরিস্থিতির শিকার কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী উপহার দেয়া হচ্ছে। তাই সকল কে একসাথে হাতে হাত রেখে এ মহামারি মোকাবেলায় কর্মহীন পরিবার গুলোকে খাদ্য সামগ্রী দিতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. সজীব মিয়াসহ উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা ।