ধূমপান ছাড়ার কিছু সহজ উপায়
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২১, ২:২৯ পূর্বাহ্ণ

যারা একবার কৌতূহলে একটি সিগারেট পান করেছে তাদের অনেকেই পরবর্তীতে পুরাদস্তুর ধূমপায়ী হয়ে গেছেন। দীর্ঘদিন ধরে ধূমপান করছেন যারা। বারবার ধূমপান ছেড়ে দেওয়ার কথা ভাবছেন অথচ চেষ্টা করেও ছাড়তে পারছেন না। কিছু নিয়ম মানলে আপনি সহজেই ধুমপান ছাড়তে পারবেন। চলুন ধূমপান ছাড়ার বিশেষজ্ঞদের দেওয়া কিছু পরামর্শ জানা যাক।
প্রথমতো, একটি হিসেবে করে দেখুন তো সিগারেট কিংবা তামাকজাত পণ্যের জন্য প্রতিমাসে আপনার কত টাকা খরচ হয়? হিসেব করে দেখলে ধূমপান ছাড়া আপনার জন্য সহজ হবে। সে টাকা জমিয়ে অন্য খাতে খরচ করতে পারেন। আপনার আশপাশে যারা ধূমপান বর্জন করেছে তাদের অনুসরণ করুন। তাদের স্বাস্থ্যগত কী পরিবর্তন এসেছে সেটি জানার চেষ্টা করুন।

আজ এখুনি ধূমপান ছাড়ার প্রতিজ্ঞা করুন। টেবিল কিংবা পকেটে রাখা সিগারেটের প্যাকেট ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন। একদিন ধূমপান না করে দেখুন। এরপর পার্থক্য অনুভব করার চেষ্টা করুন। এরপর দুইদিন , তিনদিন ধূমপান থেকে দূরে থাকুন। তাহলে অভ্যাস গড়ে উঠবে।
যেকোনো জায়গায় ধূমপান কর্নার থেকে দূরে থাকুন।আপনার ধূমপায়ী বন্ধুদের সঙ্গ সুকৌশলে এড়িয়ে চলুন। যে সময়টিতে আপনার ধূমপান করতে ইচ্ছা করবে সে সময়ে রাস্তায় হাঁটুন। তাহলে ধূমপানের চাহিদা থাকবে না।

সিগারেট ছাড়ার পর মুখে চুইংগাম কিংবা আদা চিবোতে পারেন। তাহলে ধূমপানের প্রতি আকর্ষণ কমে আসবে। ধূমপান বিরোধী এবং স্বাস্থ্য সচেতনতার বই পড়তে পারেন।
কোনোভাবেই কাজ না হলে সর্বশেষ চিকিৎসকের কাছে গিয়ে কাউন্সেলিং-এর সহায়তা নিতে পারেন। আপনার কিছু সঠিক সিদ্ধান্তই আপনাকে এনে দেবে সুখ।

নারীদের হৃদ্‌রোগের ঝুঁকি এড়াতে যা যা করা উচিত
যে রোগে আক্রান্ত হলে বয়স বাড়ার সঙ্গে কমে যাবে উচ্চতা
ভালোবাসা দিবসে ফ্রিতে কনডম বিতরণ
সর্দি-কাশিতে নাজেহাল? যষ্টিমধুতে সমাধান
ধুলোবালি থেকে অ্যালার্জি? যা খাবেন
কাপড় থেকে দাগ তোলার ৩ উপায়
যে বড় কারণে পরকীয়ায় জড়িয়ে পড়ছে দাম্পত্য সঙ্গী
কাঁচা আমের ৫ উপকার
দীর্ঘায়ু চাইলে পুরুষদের দূরে রাখুন, দাবি ১০৯ বছরের বৃদ্ধার (ভিডিও)
যে দুই পরীক্ষায় জানা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না
রসুন ব্যবহারেই খুশকি থেকে মুক্তি!
স্বপ্নে নারীকে দেখলে যা ঘটতে পারে আপনার সঙ্গে!