
ঝালকাঠিতে ক্ষেতের পাকা ধান খাওয়ায় দায়ে বাসায় আগুন দিয়ে ৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মেরেছে এক কৃষক। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে নলছিটি উপজেলার ভৌরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের কৃষক জালাল সিকদারের মাঠের ধান পাকতে শুরু করেছে। আর ধান ক্ষেতের কাছেই একটি তালগাছে অসংখ্য বাবুই পাখি বাসা বেঁধেছে। প্রত্যেকটি বাসায় অনেকগুলো করে ছানা ফুটেছে। কিন্তু ক্ষেতের ধান খাওয়ার অপরাধে বাবই পাখিগুলোকে তাড়াতে শুক্রবার দুপুরে লম্বা একটি বাঁশের মাথায় আগুন লাগিয়ে বাসা পুড়িয়ে দেন কৃষক জালাল সিকদার।
এতে আগুনে পুড়ে বাসা থেকে গাছের নিচে পড়ে যায় ৩০টিরও বেশি মরা বাবুই পাখির ছানা। শনিবার (১০ এপ্রিল) সকালে এলাকার তরুণরা মরা ছানাগুলোর ছবি তুলে ফেসবুকে প্রকাশ করলে বিষয়টি জানাজানি হয়।
এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও এ ঘটনাকে নিছক ভুল দাবি করে কৃষকের পরিবারের লোকজন ক্ষমা চান। আর ঘটনাস্থলে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কৃষক পালিয়ে যান।
এ বিষয়ে জেলা বন কর্মকর্তা জিয়াউল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। উল্টো মুঠোফোনে প্রথমবার কথা বলার পর তার ফোন বন্ধ পাওয়া যায়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি