
প্রায় চৌদ্দ বছর আগে মারা গেছেন মা। বাবাও অন্যত্র সংসার করছেন। পাঁচ ভাই-বোন সকলে বিবাহিত। কেবল শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তরুণী বোন কোনোরকম দিন কাটাচ্ছে ভাইয়ের বাসায়। পরিবারের সদস্যদের দাবি ধর্ষণের শিকার হয়ে গত ২ মাস যাবত অন্তঃসত্ত্বা এই বুদ্ধি প্রতিবন্ধী তরুণী।
সোমবার (৮ মার্চ) এ ঘটনায় তরুণীর ভাই বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ জানালেও কোনও ফল আসেনি। এছাড়াও পুলিশ মামলা নেয়নি।
ভুক্তভোগী তরুণীর ভাইয়ের অভিযোগ, ঘটনার চারদিন পার হলেও এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনার সকল তথ্য-প্রমাণ থাকার পরও অভিযুক্তকে ডেকে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ উল্টো বলছে বোনের মেডিকেল টেস্ট নিয়ে আসো। এখনো আসামি পাওয়া যাচ্ছে না। ধর্ষণের ফলে প্রতিবন্ধী তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলেও জানান তিনি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটুয়ারি মামলাটি নথিভুক্ত না হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ভুক্তভোগীর ভাই বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। উপ-পরিদর্শক (এসআই) শামিম সারোয়ারকে ঘটনার তদন্তভার দেয়া হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি