
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও তার সঙ্গে থাকা এক নারীকে নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে রোববার জাতীয় সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বিকেলে ফেসবুক লাইভে এসে মামুনুল হক বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের উচ্চপদস্থ ব্যক্তি, মন্ত্রীদের স্পষ্ট ভাষায় বলছি, আমার স্ত্রী সম্পর্কে বক্তব্য দিয়েছি, তিনি আমার বৈধ স্ত্রী।
তিনবার আল্লাহর কসম খেয়ে মামুনুল হক আরও বলেন, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি ও মিথ্যা তথ্য দিয়ে থাকি তাহলে আমি যেন ধ্বংস হয়ে যাই। পক্ষান্তরে যাঁরা আমার ও আমার স্ত্রী সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে, মিথ্যা প্রচার করছেন-তাঁদের ওপর তোমার গজব নাযিল করো। তাঁরা যেন নির্বংশ হয়ে যায়। যাঁরা এই তথ্য বলে বেড়াচ্ছেন-অনুরোধ করবো তারাও যেনো আমার মতো আল্লাহর কসম খেয়ে বলে, তাঁরা যদি মিথ্যা বলে থাকে তাহলে যেনো ধ্বংস করুক। যদি সৎসাহস থকে তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করুক।
নিজেকে কোরআনের ধারক দাবি করে মামুনুল হক বলেন, আল্লাহ তোমার নবীর একজন নায়েব হিসেবে যে দায়িত্ব দিয়েছো। আল্লাহ তোমাকে বললাম, যারা মিথ্যাবাদী হয় তাঁদের উপর গযব নাজিল করো।
এর আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল বিবিসিকে বলেছেন, প্রধানমন্ত্রী ‘বিভ্রান্তিমূলক’ তথ্য পেয়ে সংসদে বক্তব্য দিয়েছেন। দলটি প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের নিন্দা জানিয়েছে। মোহাম্মদ ফয়সাল বলেন, ‘একজন প্রধানমন্ত্রী নিশ্চিত না হয়ে, মিথ্যা সংবাদ শুনে এবং সুপার এডিটিং করে যে সমস্ত ভিডিও গতকাল প্রচার হয়েছে, সে কথা শুনে তিনি জাতীয় সংসদে যে কথা বলেছেন, তাতে আমরা বিব্রত এবং হতভম্ব।’ বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দ বসে প্রতিবাদ কর্মসূচী নির্ধারণ করা হবে বলে তিনি জানান।
এছাড়া হেফাজতে ইসলাম রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে।
সূত্র: বাংলাভিশন, দৈনিক ইত্তেফাক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি