দোয়ারাবাজারে মামুনুল হকের ওয়াজ মাহফিল বাতিল করল পুলিশ,জামালগঞ্জেও যেতে পারবেন না তিনি
স্পোর্টস ডেস্ক
মার্চ ২১, ২০২১, ৩:২৭ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের ওয়াজ মাহফিল বাতিল করল পুলিশ। জানা গেছে, ২১ মার্চ রোববার দিনব্যাপি দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজার মাদারাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়া (আল-হাসেম একাডেমি) মাদরাসা সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল।

এতে শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক প্রধান অতিথি এবং শায়খুল হাদিস আল্লামা মুফতি হাসান জামিল (ঢাকা) বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন। কিন্তু মাহফিলের অনুমতি দেয়া হলেও সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সেটি বাতিল করেছে পুলিশ প্রশাসন।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, সুনামগঞ্জের শাল্লার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এইমাত্র ওই মাহফিলের অনুমতি বাতিল করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনা সাপেক্ষ অনুমতি দেয়া হবে।

একইদিন রোববার জামালগঞ্জ উপজেলায় খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে খতমে বুখারি ও ইসলামী মহা সম্মেলনে বক্তব্য রাখার কথা ছিল হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাকে না আসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
একই সাথে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙ্গচুরের ঘটনার তদন্তের স্বার্থে সুনামগঞ্জে সকল ধরনের ধর্মীয় সভা,সমাবেশ সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।

শনিবার (২০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের ইমাম, ওলামা ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন,সিলেট-সুনামগঞ্জ সরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,হেফাজত নেতা মাওলানা আব্দুল বাছির, মাওলানা নুর উদ্দিন আহমদ, মাওলানা আলী নূর, মাওলানা বদরুল আলম, হাফেজ ইদ্রিস আহমদ ও মাওলানা মুজিবুর রহমান প্রমুখ। এসময় ইমাম ও ওলামা এবং ধর্মীয় নেতৃবৃন্দরা শাল্লার ঘটনায় জড়িত নয় উল্লেখ করে বলেন,শাল্লায় যে হিন্দুবাড়িতে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইসলাম এমন কিছু সমর্থন করে না। কিন্তু আলেম ওলামাদের জড়িয়ে যে কথা বলা হচ্ছে সেটি মিথ্যে। কোন এক ব্যক্তি তার স্বার্থ উদ্ধারের জন্য আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST