দেশে ৭০% তরুণী শরীর নিয়ে কটূক্তির শিকার
নিজস্ব প্রতিবেদক
মার্চ ৫, ২০২২, ৫:২৯ অপরাহ্ণ

শনিবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মলনে ‘তরুণীদের আর্থসামাজিক প্রেক্ষাপট ও মানসিক স্বাস্থ্যে এর প্রভাব’ শীর্ষক গবেষণা জরিপটি প্রকাশ করেছে আঁচল ফাউন্ডেশন।

বৈষম্য, যৌন হয়রানি ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির সম্মুখীন হয়েছেন এমন ১ হাজার ১৪ জন তরুণীর সাক্ষাৎকার নেয়া হয়েছে। জরিপে অংশ নেন বিভিন্ন জেলা ও বিভাগের ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণীরা।

জরিপে বলা হয়েছে, দেশের ৬৯ দশমিক ৯২ শতাংশ তরুণী শারীরিক গঠন নিয়ে নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন। এদের মধ্যে ৩৭ দশমিক ২৪ শতাংশ তরুণী জানান, শরীরের গঠন নিয়ে তাদের আত্মীয়রাই হেয় করেছেন। বন্ধুর কাছে হেয় হয়েছেন ২২ শতাংশ। পরিবার থেকে এ ধরনের মন্তব্য শুনেছেন ১৪ দশমিক ২৫ শতাংশ। শারীরিক গঠন নিয়ে পথচারীর কাছ থেকে নেতিবাচক কথা শুনেছেন ১১ দশমিক ৮৫ শতাংশ তরুণী।
গবেষণায় এসেছে, ওজনের কারণে নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয় বলে ৩৯ দশমিক ৪৯ শতাংশ তরুণী মনে করেন। গায়ের রঙের কারণেও ৩৬ দশমিক ৯৫ শতাংশ তরুণী এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। এছাড়াও উচ্চতা, মুখাবয়বের গঠন, কণ্ঠস্বর প্রভৃতি বিষয় নিয়ে তরুণীরা বিরূপ মন্তব্য শুনে থাকেন।

জরিপ বলছে, পারিবারিক টানাপোড়েন তরুণীদের মানসিক স্বাস্থ্যের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে, যা ৩১ দশমিক ৮৫ শতাংশ। আর্থিক অস্বচ্ছলতা অংশগ্রহণকারীদের ২৪ দশমিক ৪৬ শতাংশের মনে নেতিবাচক প্রভাব ফেলে। বেকারত্বের কারণে ১৪ দশমিক ৭৯ শতাংশ মানসিকভাবে বিপর্যস্ততার শিকার হন। ১৪ দশমিক ৪০ শতাংশ সামাজিকভাবে হেয় হওয়ায় ও ২ দশিমক ৩৭ শতাংশ তরুণী যৌন নিপীড়নের কারণে মানসিকভাবে প্রভাবিত হন।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST