দেশে ফিরছেন সাকিব
স্পোর্টস ডেস্ক
মার্চ ২১, ২০২২, ৫:৪০ অপরাহ্ণ

সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ে জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের রেশ দ্বিতীয় ম্যাচে হেরে কিছুটা চলে গিয়েছে। তবে প্রোটিয়া সফরে মোটেও সস্থিতে নেই সাকিব আল হাসান। কেননা তার ছেলে মেয়ে মা সকলেই হাসপাতালে ভর্তি। তাই আজ রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন সাকিব।

হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাকিব আল হাসানের মা ও দুই সন্তানসহ পরিবারের পাঁচ সদস্য। তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের এমন অবস্থায় আজ রাতেই দেশে ফিরে আসছেন সাকিব। এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে না খেলেই দেশে ফিরছেন এই অলরাউন্ডার।

তিনি আরো জানান, ‘পরিবার থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে। সাকিবের স্ত্রী একা সামাল দিতে পারছে না। সাকিবকে তাই যেতে বলেছে। সবকিছু ঠিক থাকলে টেস্ট সিরিজের আগে আবারও তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব।’
দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পাওয়ার ম্যাচে ম্যাচ সেরা হয়েছিলেন দেশ সেরা এই অলরাউন্ডার। প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না সাকিবের। তাকে ছাড়াই সেঞ্চুরিয়ানে মাঠে নামতে হবে টাইগারদের।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST