
জয়ের ধারা অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া। এবার দিবা-রাত্রির টেস্টেও জিতেছে তারা। অ্যাডিলেডে এই ম্যাচে ইংল্যান্ডকে ২৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা।
গতকাল রবিবার চতুর্থ দিন শেষেই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ের সুবাতাস পাচ্ছিল অস্ট্রেলিয়া। আজ ম্যাচের পঞ্চম ও শেষ দিনে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৬ উইকেট, আর ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৮৬ রান। কিন্তু ইংল্যান্ড পারেনি। তাই হেরে মাঠ ছাড়তে হয়ে তাদের।
অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৪৬৮ রানের বড় লক্ষ্য নিয়ে চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ৮২ রান করেছিল ইংল্যান্ড। আজ বাকি ছয় উইকেট হারায় তারা ১১০ রানে।
দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট হওয়া ইংল্যান্ড, প্রথম ইনিংসে ২৩৬ রান করেছিল। আর দুই ইনিংসেই যথাক্রমে উইকেটে ৪৭৩ ও ২৩০ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
ম্যাচসেরা হয়েছেন লাবুশেন। প্রথম ইনিংসে ১০৩ ও দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন তিনি।
আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৪৭৩ ও ২৩০, ৬১ ওভার (লাবুশেন ৫১, হেড ৫১, রুট ২/২৭)।
ইংল্যান্ড : ২৩৬ ও ১৯২, ১১৩.১ ওভার (ওকস ৪৪, বার্নস ৩৪, রিচার্ডসন ৫/৪২)।
ফল : অস্ট্রেলিয়া ২৭৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মারনাস লাবুশেন (অস্ট্রেলিয়া)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি