দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে যাবেন সাকিব
স্পোর্টস ডেস্ক
মার্চ ১২, ২০২২, ৪:১৬ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান, বিসিবিতে জরুরি বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানালেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। সাকিব নিজেও বললেন, দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়ার জন্য তিনি অ্যাভেলেবল আছেন।

সাকিব আল হাসানের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আজ বিসিবি বোর্ডে জরুরি বৈঠকে বসে পাপন ও এই ক্রিকেটার। যেখানে বিসিবির আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। সে বৈঠক শেষে বিসিবি বস নাজমুল হাসান জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে যাবেন জাতীয় দলের সেরা এই অলরাউন্ডার। যদিও এর আগে সাকিবকে ক্রিকেট থেকে দুই মাসের ছুটি দিয়েছিল বিসিবি।
আজ জরুরি বৈঠক শেষে বিসিবি বস নাজমুল হাসান জানিয়েছেন, সাকিব দক্ষিণ আফ্রিকায় খেলতে যাচ্ছেন। আগামীকাল রাতে দলের সঙ্গে যোগ দিতে রওনা হবেন সাকিব।

বিসিবি বস বলেন, ‘আগামীকাল রাতে সাকিব যাবে। ওখানে তিনটা ওডিআই, দুইটা টেস্ট আছে। যেকোনো একটা ম্যাচে ও রেস্টেও থাকতে পারে। কিন্তু ও খেলবে। সাকিব যদি সাউথ আফ্রিকায় গিয়ে রেস্ট চায় কোনো ম্যাচে, ও নিতে পারে।’
এদিকে সাকিব নিজের অবস্থান সম্পর্কে জানান, ‘পুরো বছরের প্ল্যান করেছি। তিন ফরম্যাটেই অ্যাভেইলএবল থাকব সবসময়। বোর্ড ডিসাইড করবে আমি কখন বিশ্রাম নিব, এমনকি আমি সাউথ আফ্রিকাতেও অ্যাভেইলএবল।’

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST