
হোটেলে বা রেস্তোরা থেকে রুটি তো কমবেশি সবাইকেই খেতে হয়। অনেকে তো আবার দুবেলা দোকানের রুটি খেতেই অভ্যস্ত। তবে সেই রুটি আদৌ পরিষ্কার-পরিচ্ছন্ন কিনা তা নিয়েও অনেকের খুঁতখুঁতানি থেকেই যায়।
এবার সেই সন্দেহ আরও প্রকট হয়ে উঠল নতুন একটি ভিডিও ভাইরাল হতেই। যেখানে এক কর্মীকে থুতু ছিটিয়ে রুটি তৈরি করতে দেখা গেছে।
ভারতের পশ্চিম দিল্লি এলাকার একটি খাবারের দোকানের ঘটনা এটি। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রুটি বেলার পর তাতে থুতু ছিটিয়ে তা শেঁকছে চুলোয়। আর তার সহকর্মী ময়দার ডো বানিয়ে তাকে সাহায্য করছে।
ভিডিওটি ভাইরাল হতেই তৎপরতা শুরু করে দিল্লি পুলিশ। ভিডিওর দুই ব্যক্তিকে চিহ্নিত করে ইতিমধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্ত সাবি আনোয়ার ও ইব্রাহিম দু’জনই বিহারের কৃষ্ণগঞ্জের বাসিন্দা। আটার মধ্যে থুতু দিচ্ছে ইব্রাহিম। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি হোটেলের মালিক আমিরের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
তবে ভারতে এই ঘটনা এটাই প্রথমবার নয়। এর আগে মীরাটের এমনই একটি ঘটনা সামনে এসেছিল। থুতু ছিটিয়ে বিয়ের অনুষ্ঠানের রুটি তৈরি হচ্ছিল সেখানে।
Two men — Sabi Anwar and Ibrahim — have been arrested for spitting on Rotis in west Delhi.
A case vide FIR no 199/21 u/s 269/270/272/273/34 IPC PS Khyala has been registered against the accused persons pic.twitter.com/vtyiakC0ww
— Raj Shekhar Jha (@rajshekharTOI) March 18, 2021
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি