থানার ভেতর হিরো আলমের হাতাহাতি, মুচলেকায় মিললো মুক্তি
বিনোদন ডেস্ক 
মার্চ ১১, ২০২২, ৭:২৯ অপরাহ্ণ
ঘটনাটি ঘটেছে রাজধানীর হাতিরঝিল থানায়। বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই থানার উপ পরিদর্শক এনামুল হক। বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এ ঘটে। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মীও সেখানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানা যায়, হিরো আলমকে একজন ৫০ হাজার টাকা ধার দিয়েছিলেন। সেই ধার পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়ার পরেও তা পরিশোধ করেননি হিরো আলম। পরে ওই ভুক্তভোগী রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই প্রেক্ষিতে হিরো আলমকে থানায় ডাকা হয়।
এরপর ভুক্তভোগী আকাশ নিবির ও হিরো আলমকে মুখোমুখি করলে তারা হাতাহাতিতে জড়িয়ে যান। পরে কয়েকজন গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে দু’জনের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়।
হাতিরঝিল থানার উপ পরিদর্শক এনামুল হক বলেন, ‘তাদের দুজনের মধ্যে পাওনা নিয়ে ঝামেলা হয়েছিল। সেটা মীমাংসা করতে থানায় ডাকা হয়েছিল। তারা থানায় এসে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ’

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST