
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। দেশে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট হয়েছে। রিটে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে।
অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির আজ রোববার (৬ মার্চ) তিন আইনজীবীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়েছে।
অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির গণমাধ্যমকে জানান, গেল ৩ মার্চ দেশের বাজারে খোলা বোতলজাত বৃদ্ধির ঘটনায় উচ্চ আদালতের নজরে আনা হয়। এ বিষয় আজ রোববার (৬ মার্চ) শুনানির দিনটি ধার্য করেন হাইর্কোট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমান্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ একটি পরিপূর্ণের আবেদন করার পরামর্শ দেন। তারই আলোকে আজ এই রিটটি করা হয়েছে।
উল্লেখ্য, সরকার গত মাসে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮টাকা বৃদ্ধি করে। এতে করে খুচরা বাজারে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তেলের দাম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি