
হাইকোর্টের রায় পেয়েই জায়েদ খান ছুটে এলেন বিএফডিসিতে সমিতির অফিসে, চেয়ারের টানে। কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে তালা। যে তালার চাবি আবার নিপুণের কাছে! বিপরীতে জায়েদ খানকে অসহায় অপেক্ষা করতে দেখা গেছে বিকালভর। অবশ্য তর সইছিলনা জায়েদের। তালা ভেঙেই সাধারণ সম্পাদকের চেয়ার দখলে নেন তিনি। বিকেল থেকেই লাঠিসোটা হাতে তার আশপাশেই ছিল অনেকে।
দিনের আলোর নেভার পর সেই তালা উধাও! রাত আটটায় সমিতির অদূরে জায়েদ খানের সংবাদ সম্মেলন চলাকালে তালা ভাঙলেন তার সাঙ্গপাঙ্গরা। এরপর সংবাদ সম্মেলন শেষে সুচরিতা ও অরুণা বিশ্বাসকে নিয়ে জায়েদ খান সমিতিতে প্রবেশ করেন বিনা বাধায়।
চেয়ারে বসেই জায়েদ খান বললেন, ‘আমি তো জোর করে চেয়ারে বসিনি। শিল্পীদের ভোটে নির্বাচিত হয়েছি। আদালত থেকেও রায় পেয়েছি। তবুও আমাকে বারবার চাপে রাখার জন্য হয়রানি করার জন্য অন্য সংগঠনকে ব্যবহার করা হয়েছে। ১৮ সংগঠন আছে সমিতির উন্নয়নে কাজ করার কথা। কিন্তু তারা করেনি। কেন আমাকেই টার্গেট করা হয়েছে। জানি না।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টে চলা আইনি লড়াই চলাকালীন এফডিসিতে দেখা যায়নি চিত্রনায়ক জায়েদ খানকে। তবে বুধবার (২ মার্চ) নিজের পক্ষে রায় পাওয়ার পর এফডিসিতে ছুটে আসেন তিনি।
অন্যদিকে প্রযোজক সমিতিতে অবস্থান করছিলেন নিপুণ। দু’পক্ষের সমর্থক ও বহিরাগতদের অবস্থানে চলেছে পাল্টাপাল্টি শো ডাউন। হয়েছে পুলিশের লাঠিচার্জও। অবশেষে রাত ৮টা নাগাদ সমিতির ভেতরে অবস্থান নেন জায়েদ খান ও তার সমর্থকরা। এসময় সমিতির দেয়ালে ঝোলানো নির্বাচিতদের ব্যানারে থাকা নিপুণের মুখ ঢেকে দেওয়া হয়।
উল্লেখ্য, চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২ মার্চ) রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বসতে আর কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
বিপরীতে এমন রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন নিপুণ আক্তার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি