
বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই ভাঙল সংগীতশিল্পী পুতুলের সংসার। বিচ্ছেদের খবরটি নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন এ ক্লোজআপ তারকা। তবে ঠিক কবে আলাদা হয়েছেন তারা সে ব্যাপারে কিছুই বলেননি।
এবার বিচ্ছেদের কারণ জানিয়েছেন সাজিয়া সুলতানা পুতুল। সোমবার (১৫ মার্চ) সকালে দেশীয় একটি গণমাধ্যমকে তিনি জানান, বিয়ের কয়েক মাসের মধ্যে স্বামীর সঙ্গে বোঝাপড়ার সমস্যা তৈরি হয় পুতুলের। ক্রমেই তা বাড়তে থাকে। একটা পর্যায়ে বৈবাহিক সর্ম্পক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি। পুতুলের ভাষায়, ‘বিয়ের প্রথম বছরেই বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। দিন, তারিখ ও মাস জানাতে চাইছি না।’
প্রথমে গণমাধ্যমে বিচ্ছেদের কথা স্বীকার করতে চাননি পুতুল। বিষয়টি একান্ত ব্যক্তিগত উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘ব্যক্তিগত বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে গণমাধ্যমে আমি কোনো স্টেটমেন্ট দিতে চাই না। আর যেহেতু আমি এই বিষয়ে সরাসরি কিছু বলছি না, সেহেতু আমি চাই না যে এটা নিয়ে নিউজ হোক।’
পরে রোববার (১৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। লিখেছেন, ‘বিবাহিত জীবনের খুব অল্প দিনের মাথায় বুঝেছিলাম পথটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। মত আর আদর্শিক পার্থক্যগুলো নিছক পার্থক্য থেকে রূপ নিচ্ছিল চূড়ান্ত দ্বন্দ্বে। সম্পর্ক মুমূর্ষু হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল আমার সৃষ্টিশীল সত্তা। বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নিয়েছিলাম তখনই। হয়েছিল বিচ্ছেদ। অতঃপর আবার আমার সেই একক জীবনে ফেরা, সুর আর সাহিত্যের সাথে নির্বিঘ্ন একক সংসার।’
কানাডা প্রবাসী ইসলাম নুরুলের সঙ্গে পুতুলের বাগদান হয়েছিল ২০১৯ সালের ১৫ মার্চ। ২০ মার্চ ঘটা করে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তারা। ইসলাম নুরুল একজন আলোকচিত্রী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি