
জয়পুরহাটের আক্কেলপুরে ঠাণ্ডা মাথায় নিজের স্ত্রীকে জবাই করে রেখে মসজিদে শবে বরাতের নামাজ আদায় করতে গিয়েছেন পাষণ্ড স্বামী। নামাজ শেষে বাসায় ফিরে ওই মরদেহ নিয়ে চিৎকারও করেন তিনি।
মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে উপজেলার উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামে।
নিহত গৃহবধূ পান্না বেগম (৩০) জেলার আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী বলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৭ মার্চ) রাতে শবে বরাতের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান স্বামী সিরাজুল ইসলাম। তিনি রাত আনুমানিক ১২টার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পান তার স্ত্রী পান্না বেগমের গলাকাটা মরদেহ মাটিতে পড়ে আছে। এ সময় তিনি চিৎকার করতে থাকলে প্রতিবেশিরা ছুটে আসেন। প্রতিবেশিরা পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর শরীরের কাপড় ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। তিনি আরও জানান, স্বামীকে জিজ্ঞাসাবাদে সন্দেহ হয়। পরে অধিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। সেখান থেকে স্বামী সিরাজুল ইসলাম ও তার ভাই, ভাবি ও প্রতিবেশী একজনকে আটক করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি