
গাজীপুরের কালিয়াকৈরে একটি সুতা তৈরির কারখানার ভেতরে এক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার সকালে কালিয়াকৈর থানায় একটি মামলা করার পর দুপুরে ধর্ষণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন- নীলফামারীর সদর থানার কুড়িগ্রামপাড়া এলাকার শাহিনের ছেলে আইয়ুব আলী (১৮)।
জানা গেছে, ওই নারী শ্রমিক দীর্ঘদিন আগে জীবিকার খোঁজে ময়মনসিংহ থেকে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে খাড়াজোড়া এলাকায় জাহানারা স্পিনিং মিলে কাজ করেন। প্রতিদিনের মতো শুক্রবার নাইট শিফটে ডিউটি করতে ছিলেন। কিন্তু আনুমানিক রাত ৩টার দিকে ওই শ্রমিক হাত-মুখ ধোয়ার জন্য কারখানার ভিতরে ওয়াসরুমে যান। এসময় একই কারখানার শ্রমিক আইয়ুব আলী সেখানে যান। পরে তার মুখ চেপে ধরে একটি টয়লেটে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে টয়লেটে ফেলে রাখে এবং ঘটনাটি কাউকে জানালে খুনের হুমকি দিয়ে ধর্ষণকারী আইয়ুব চলে যায়।
এই বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে শনিবার সকালে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে উপজেলার লতিফুপুর এলাকার ভাড়া বাসা থেকে ওই ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষণকারীকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধর্ষণকারীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি