টিকতে পারবেন শাহবাজ শরিফ?
আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ১৫, ২০২২, ৯:০০ অপরাহ্ণ

বিরোধী বেশিরভাগ দলকে একত্রিত করে ক্ষমতায় এসেছেন পিএমএল-এন এর সভাপতি শাহবাজ শরিফ। বলা হচ্ছে কাঁটার মুকুট মাথায় তুলেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক রেখে, ইমরান খানের জনপ্রিয়তার সঙ্গে টক্কর দিয়ে কতটা ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন তিনি। ইমরান খানের এর বিরোধীদের এককাট্টা সমর্থন পকেটে পুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। তবে, তাতেই যে তিনি ‘যুদ্ধ জয়’ করে ফেলেছেন, তেমনটা ভাবা মোটেও ঠিক নয়। বরং বিশ্লেষকরা মনে করছেন, শাহবাজের যুদ্ধ সবেমাত্র শুরু হয়েছে। তার সামনে বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

পাকিস্তানে শেষবার প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। সেই হিসেবে শাহবাজ প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেও তার হাতে সময় বেশি নেই। আদতে তিনি একজন ‘স্বল্প বা আংশিক সময়ের প্রধানমন্ত্রী’। ৭০ বছরের শাহবাজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। বস্তুত, একই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ভাই নওয়াজের মতো শাহবাজ কখনই এর আগে লাইমলাইটে আসেননি। অথচ সূত্রের দাবি, প্রশাসক হিসেবে তাকে তার ভাইয়ের থেকে বেশি যোগ্য বলেই মনে করা হয়। তিন দফায় পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই যোগ্যতার পরিচয় দিয়েছেন তিনি।

জানা যাচ্ছে, এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন শাহবাজের ছেলে হামজা শাহবাজ শরিফ। কিন্তু, সেখানকার রাজনৈতিক অবস্থাও যথেষ্ট জটিল। তারই মধ্যে লাহোর হাইকোর্ট নির্দেশ দিয়েছে, যত দ্রুত সম্ভব পাঞ্জাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হবে। শাহবাজ শুধু রাজনীতিক বা যোগ্য প্রশাসক নন, তিনি অত্যন্ত ধনী ব্যবসায়ীও। তার প্রধানমন্ত্রী হওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে বেনজির ভুট্টো ও আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি এবং নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম শরিফের।

রাজনীতির এই দুই তরুণ খেলোয়াড়ও প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু, তারা সেই দাবি স্বেচ্ছায় ‘ত্যাগ’ করেছেন! কারণ, বর্তমান প্রধানমন্ত্রীর মেয়াদ মাত্র ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত। মরিয়ম বা বিলাওয়াল এইটুকু সময়ের জন্য ক্ষমতার শীর্ষে বসতে রাজি নন। ফলে আজ যারা নওয়াজের সঙ্গে আছেন, আগামী নির্বাচনে এই সঙ্গীরাই তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে চলে আসতে পারেন!

অপরদিকে গদি হারিয়েও তিনি যে হার মানতে নারাজ, সেকথা আগেই স্পষ্ট করে দিয়েছেন ইমরান। দাবি করা হচ্ছে, একটা সময় সেনার সহযোগিতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেও পরে সেই সেনাবাহিনীর সঙ্গে তিক্ততা বাড়তে থাকে ইমরানের। এখনও পাক প্রশাসনে সেনার প্রভাব অত্যন্ত বেশি। এই প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টাও করেছেন ইমরান। তবে সেনার সঙ্গে এঁটে উঠতে পারেননি ইমরান। ইমরানের উত্তরসূরি শাহবাজ কি পারবেন সেনার সঙ্গে তাল মিলিয়ে চলতে?

হাজারো সমস্যা, সব বিরোধী দলকে মানিয়ে চলাসহ বহু চ্যালেঞ্জ শাহবাজের সামনে। তিনি কতটা সফল হবেন তা সময়ই বলে দেবে। অপরদিকে এই দেড় বছরে ঘর গুছিয়ে আবারও ফিরতে মরিয়া চেষ্টা করবেন ইমরান খান।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST