
নিউজিল্যান্ডের কুইনসল্যান্ডের ওয়ানডে সিরিজের প্রস্তুতির ফাঁকে অ্যাডভেঞ্চার রোমাঞ্চে ভরপুর একটি দিন কাটালো বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের।
বিশ্বের সবচেয়ে একক্সাইটিং বোট রাইড শটওভার জেটের অভিজ্ঞতা নিলো টাইগাররা। বাঞ্জি জাম্প করেছেন তাসকিন আহমেদ।
ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘১৪ দিনের কোয়ারেন্টিনে আমাদের জন্য ভিন্ন কিছু ছিল। শেষ হওয়ার পর আমরা দুইদিন অনুশীলন করেছি। সুযোগ সুবিধা অনেক ভালো। আজকে আমাদের অফ ডে ছিল। আমরা দলের সবাই কিছু মজার অ্যাক্টিভি করেছি।’
এদিকে ওপেনার নাইম শেখ বলেন, ‘ক্রাইস্টচার্চে সাতদিন আমরা অনুশীলন করেছি। ওখানের উইকেট থেকে এখানের উইকেট সুবিধাজনক মনে হয়েছে। এর আগেও এখানে এসেছি। তাই আবাহাওয়া, পরিস্থিতিতি সব কিছু আমার কাছে স্বাভাবিক লাগছে।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ২০ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। ডানেডিনে বসবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে মাঠে গড়াবে বাকি দুটি ম্যাচ।
২৮ মার্চ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচটি বসবে হ্যামিল্টনে। দ্বিতীয় টি-টোয়েন্টি নেপিয়ারে বসবে ৩০ মার্চ। অকল্যান্ডে তৃতীয় ও শেষ ম্যাচটি আয়োজন হবে ১ এপ্রিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি