ঝোপে নিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ
স্বপ্ন নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২১, ৭:৪৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ আড়াইহাজারে ১৩ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। ৩০ আগস্ট ওই উপজেলার সিংরাটি এলাকায় এ ঘটনা।
বুধবার সন্ধায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা লিখিত অভিযোগ করলে জড়িত ৯ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- মাগুরার শালিখা থানার রহিম মোল্লার ছেলে বিল্লাল, আড়াইহাজারের সিংরাটি এলাকার বাচ্চু মিয়ার ছেলে জাহিদ, মহিবুরের ছেলে রানা, সুরুজ মিয়ার ছেলে রবিন, রফিকুলের ছেলে রিফাত, বান্টি উত্তর পাড়ার ওয়াজেদ আলীর ছেলে নীরব, আলীসাদী কান্দাপাড়ার আবু বকরের ছেলে খাইরুল, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার কাঠাঁলিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে তাইজুল, একই উপজেলার লস্করদী পূর্বপাড়ার ইদ্রিস আলীর ছেলে সিয়াম।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি একই উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে । সে মা-বাবার সঙ্গে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় ভাড়া থাকে। ঘটনার দিন ওই কিশোরী তার বান্ধবীকে নিয়ে ভুলতা এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে তাদের সঙ্গে যোগ দেয় বান্ধবীর এক ছেলে বন্ধু। এরপর তিনজন মিলে আড়াইহাজারে ঘুরতে বের হয়। ওই সময় ৫-৬ জন বখাটে বান্ধবী ও তার ছেলে বন্ধুকে ভয় দেখিয়ে সিংরাটি এলাকায় একটি ঝোপে নিয়ে ওই কিশোরীকে গণধর্ষণ করে।

তিনি আরো জানান, বুধবার সন্ধ্যায় ধর্ষণের অভিযোগ পাওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST