ঝিনাইদহে লকডাউনে ১০ হাজার কর্মহীন পরিবারের মাঝে এমপির উপহার বিতরণের উদ্বোধন
রবিউল ইসলাম,ঝিনাইদহ
এপ্রিল ২৪, ২০২১, ৪:৫৯ অপরাহ্ণ

করোনায় সর্বাত্মাক লকডাউনে কর্মহীন ও অসহায় ১০ হাজার পরিবারের মাঝে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির দেওয়া উপহার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সাধরণ সম্পাদক একরামুল হক লিকু, পৌর কাউন্সিলর তোফাজ্জেল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর থানা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহীম খলিল রাজা, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক রাম সরকার, যুবলীগ নেতা রোকনুজ্জামান রিপন, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমীক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফুরজ্জামান খোকনসহ নেতৃবৃন্দ।
এ সময় প্রায় ১ হাজার শ্রমজীবি পরিবারের মাঝে করোনকালীন ঈদ উপহার হিসেবে ৮ কেজি চাউল, ডাউল, তেল ও আলু বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ঝিনাইদহ ও হরিনাকুন্ডু উপজেলা শ্রমজীবি মানুষের মাঝে এ উপহার বিতরণ অব্যাহত থাকবে।
সেসময় এমপি সমি বলেন, দেশে হেফাজত ইসলামের তান্ডব ও করোনা মহামারি ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ভুয়সি প্রশাংসা করেন।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST