
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বাগান করার খুব শখ। শত ব্যস্ততার মাঝে একটু অবসর পেলেই বাগান চর্চার কাজে লেগে পড়েন তিনি। তাদের ইস্কাটনের বাসার ছাদ ও ব্যালকনির চারপাশে প্রায় শতাধিক ফুল, ফল ও সবজির গাছ রয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) দুপুরে সোশ্যাল মিডিয়ায় নিজের বাগান থেকে তোলা কালো টমেটোর ছবি ও ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন- আমাদের বারান্দার গাছ থেকে সদ্য তোলা কালো টমেটো।
এর আগে গত রবিবার জয়া তার নীলমণির একটি ভিডিও আপলোড দিয়েছিলো। সেখানে ক্যাপশনে লিখেছিলেন- অতঃপর বেলাশেষে ফুলগুলো সব ফুটল হেসে…আমাদের ছাদবাগানের নীলমণি…। ভিডিওতে দেখা যায়, এই বসন্তে জয়ার নীলমণি লতায় ফুল ধরেছে। ডালপালাগুলো ফুলে ফুলে ছেয়ে গেছে।
প্রসঙ্গত, জয়ার বাগানে চালকুমড়া, থাই বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বরই, পেয়ারা, সফেদা, বেরি, কামরাঙা ও ভেষজ নানা রকম গাছ রয়েছে। এমনকি বেশ কিছু বিদেশি সবজি, ফল ও ফুলগাছও আছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি