
রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১০ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাতজন দলটির শীর্ষস্থানীয় নেতা।
সোমবার রাজধানীর গুলশানের বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, সোমবার গুলশানে একটি গোপন বৈঠকে মিলিত হন জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে গুলশান থানা পুলিশ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
ঢাকা অফিস
সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু
নাহার প্লাজা , ঢাকা-১২১৬
+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২
shwapnonews@gmail.com
পরিচালনা সম্পাদক : মিহিরমিজি