জামায়াতে ইসলামীর সেক্রেটারিসহ ৯ নেতা গ্রেফতার

রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১০ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাতজন দলটির শীর্ষস্থানীয় নেতা।
সোমবার রাজধানীর গুলশানের বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, সোমবার গুলশানে একটি গোপন বৈঠকে মিলিত হন জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে গুলশান থানা পুলিশ।