চাকরি দেওয়ার কথা বলে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২১, ২:২১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক পোশাক শ্রমিককে সাত ঘণ্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই পোশাক কর্মী বাদী হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করে বন্দর থানায় মামলা করেছে।

মামলার বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, গতকাল মঙ্গলবার সকালে বন্দরের মদনপুরের একটি গার্মেন্টসে সোনারগাঁ এলাকা থেকে চাকরির খোঁজে আসেন এক নারী পোশাক শ্রমিক। এ সময় তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আলবারাকা হাসপাতালের পেছনে হাজী আলাউদ্দিনের বাড়ির পূর্বপাশে একটি খালি ঘরে নিয়ে যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি।

তিনি জানান, সেখানে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে তাকে ধর্ষণ করে। পরে ছাড়া পেয়ে স্বামীকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে এসে পোশাক শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
ওসি আরও জানান, ধর্ষকদের নাম-ঠিকানা বলতে পারেননি ধর্ষণের শিকার গার্মেন্টকর্মী। তবে পুলিশ তৎপর রয়েছে। সম্ভাব্য সব সূত্র ধরে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

 

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST