ঘরের উপরে মরণ ফাঁদ পেতে রেখেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি,
চরফ্যাশন প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ

চরফ্যাশন দক্ষিণ আইচা পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের উত্তর পাশে একটি ঘরের উপরে এলেভেন কেবির তার দিয়ে মরণ ফাঁদ পেতে রাখা হয়েছে । সরেজমিন অনুসন্ধানে দেখা যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের উত্তর পাশে মেইন রাস্তা থেকে ৬০ ফিট দূরে এলেভেন কেবির ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার দিয়ে মরণ ফাঁদ পেতে রাখা হয়েছে। ফলে ওই এলাকার আশপাশ দিয়ে চলাচলে চরম বিপদজনক হয়ে পড়েছে ।

এতে দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের পাশে থাকা ২০/৩০ জন পরিবারের যে কোনো সময়ে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। তথ্যসূত্র জানা গেছে,ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি অন্তর্ভুক্ত লালমোহন সাব জোনাল অফিসের আওতায় বিগত প্রায় ১৫ বছর আগে দক্ষিণ আইচা মেইন সড়কের পাশ দিয়ে এলেভেন কেবির বৈদ্যুতিক তার ও খুঁটি স্থাপন করা হয়েছে। ফলে সাধারণ মানুষের রেকর্ডিংও সম্পত্তির উপর ঘর নির্মাণ না করতে পারা সহ বড় ধরনের দুর্ঘটনা
আশঙ্কা রয়েছে।

স্থানীয় একাদিক বাসিন্দা মোসাদ্দেক,ফারুক,হানিফ বেপারি,গনি বেপারী, ফরিদ উদ্দিন মাস্টার ও ইব্রাহিম জানান,পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা তৎকালীন গাফিলতি করে রাস্তা থেকে ৬০ ফিট পশ্চিম পাশে আমাদের রেকর্ডিং ও জমির উপর দিয়ে এলেভেন কেবির ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইনটি স্থাপন করেন। বর্তমানে ওই লাইনটি পাঁচ ফিট দূরে সরিয়ে দিতে এলাকাবাসীর জোর দাবি জানান কর্তৃপক্ষের কাছে ।
এ ব্যাপারে দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের (এজি এম কম)নাসিম উদ্দিনের সাথে কথা বল্লে তিনি জানান উক্ত লাইনের বিষয়ে গ্রাহকরা অফিসে আবেদন করেছেন। তাই অফিসের সিডিউল মোতাবেকই কাজ হচ্ছে ।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST