গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে নারীদের ব্ল্যাকমেইল করতেন আরমান
স্বপ্ন নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২১, ৫:০৪ পূর্বাহ্ণ

অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে গাজীপুরে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম মো. আরমান খন্দকার রাহুল (২৬)। তিনি গাজীপুর মেট্রোপলিটন সদর থানার হাড়িনাল এলাকার খন্দকার হাবিবুল আলমের ছেলে।

ধর্ষণের শিকার ওই তরুণী ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোস্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ষণের শিকার ওই তরুণীর সঙ্গে আরমানের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। অভিযুক্ত যুবক আরমান গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন এবং আবার ভিডিও ধারণ করেন।

এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে শনিবার (৬ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে আরমানকে গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছ থেকে অশ্লীল ভিডিও সম্বলিত একটি ল্যাপটপ, একটি পেনড্রাইভ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জাগোনিউজ
গ্রেফতার আরমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক করে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। তার বিষয়ে আইগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ঢাকা অফিস

সম্পাদক : মোঃ ইয়াসিন টিপু

নাহার প্লাজা , ঢাকা-১২১৬

+৮৮ ০১৮১৩১৯৮৮৮২ , +৮৮ ০১৬১৩১৯৮৮৮২

shwapnonews@gmail.com

পরিচালনা সম্পাদক : মিহিরমিজি

© ২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত | সপ্ন নিউজ
Powered By U6HOST